Wednesday, November 21, 2018

স্বপ্ন ও আশা

আজ আমার ভিষন  কস্ট হচ্ছে কারন মানুষ  বলতেইতো স্বপ্ন ও আশা বাদি তেমনি আমি ও স্বপ্ন দেখি হয়তো কাউকে বা কিছু নিয়ে । আর সেই স্বপ্ন পূরনের জন্য মানুষ কত কিনা করে ।আর এটা ও যেনে রাখা ভালো কারন মানুষ বলতে স্বপ্ন ও আশা থাকা  উচিত । কারন স্বপ্ন ছারা কোন মানুষ  হয় না আর এই স্বপ্ন পূরনের তাগিদে মানুষ সংগ্রামি এবং সপলতা অর্জিত হচ্ছে ।আর স্বপ্ন মানুষকে কষ্ট করতে শিখায় । আর স্বপ্ন মানুষকে  ভালো হতে শিখায় । শুধু ভালো আর কষ্ট করতে শিখায় না শিখায় মানুষের জীবন টাকে কাগজের পাতা বানিয়ে ঐ পাতার উপরে দাগ টেনে রুটিন তৈরি করা । আর এই রুটিন অনুযায়ী স্বপ্ন মানুষকে কাজ করতে শিখায় । আর এই ভাবেই মানুষ অনেক ছোট থেকে অনেক বড় হতে পারছে ।আর এই স্বপ্ন পূরনের জন্য মানুষ অনেকে অনেক ভাবে অপমানিত বা লান্চিত হয় ।এই আশা বা স্বপ্ন পূরনের জন্য মানুষ হয়ে যায় মানুষের সুত্র এবং কমে আত্বীয় স্বজন প্রতি কমে যায় ভলোবাসা মায়া দয়া                   

1 comment:

স্বপ্ন ও আশা

আজ আমার ভিষন   কস্ট হচ্ছে কারন মানুষ   বলতেইতো স্বপ্ন ও আশা বাদি তেমনি আমি ও স্বপ্ন দেখি হয়তো কাউকে বা কিছু নিয়ে । আর সেই স্বপ্ন পূরনের জন্য...